সাদুল্লাপুরে রেল লাইন পাহারায় আনসার সদস্য

0
83

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ রেল লাইনে নাশকতা ঠেকাতে গাইবান্ধার সাদুল্লাপুরের ৬ স্থানে পাহারা দিচ্ছে ৩৮ জন আনসার ও ভিডিপি সদস্য। একই সঙ্গে মহাসড়কেও দায়িত্ব পালন করছেন। রাত-দিন পালা বদলে নিরাপত্তা দিচ্ছেন তারা।

জানা যায়, রেল চলাচল সুরক্ষিত ও লাইন নিরাপত্তায় সাদুল্লাপুরের ১১ কিলোমিটার রেল লাইনজুড়ে ঝুঁকিপূর্ণ স্থানের ফুলের গেট, কামারপাড়া, কানিপাড়া, ৮৮ রেল গেট, নলডাঙ্গা, ৯১ রেল গেট ও ধাপেরহাট মহাসড়ক এলাকায় আনসার ও ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করছে। এর ফলে ওই রুটের যাত্রীদের মনে স্বস্তি ফিরেছে বলে জানা গেছে।

এদিকে ওইসব স্থান নিয়মিত পরিদর্শন করছেন সাদুল্লাপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. ফজিলা খাতুন ও উপজেলা প্রশিক্ষক নুরন্নবী মন্ডল।

তারা বলেন, রেলস্টেশন এলাকায় নাশকতা ঠেকাতে আমাদের সদস্যরা সর্বোচ্চ সতর্ক রয়েছে। সরকারি নির্দেশ মোতাবেক দায়িত্ব পালনে আমরা বদ্ধ পরিকর।