সিরাজদিখানে সংখ্যা লঘু পরিবারের সম্পত্তি আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

0
144

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের গৌরীপুরা গ্রামের সংখ্যালঘু পরিবারের গাঙ্গুলী বাড়ির সম্পত্তি জালিয়াতির মাধ্যমে বেদখলের অপচেষ্টার বিরুদ্ধে, গত রবিবার দুপুরে সংবাদ সম্মেলন করা হয়।

মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত গাঙ্গুলী বাড়ির পক্ষে সুদর্শন গাঙ্গুলী এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরে জানান, থৈরীগাঁও গ্রামের জনৈক সোবহান মাঝি নামে এক ব্যক্তি আমমোক্তার নামা পাওয়ার অব অ্যাটর্নি নিয়ে ৮১ শতাংশ সম্পত্তি বেদখল করে নেয়ার চেস্টা চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন যাবত।

এ সময় সংবাদ সম্মেলনে বক্তারা সংখ্যালঘু পরিবারের এ সম্পত্তি পুনরুদ্ধারে এক্যবদ্ধ হওয়ার আহবান জানান। এতে আরো বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিন, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম পিন্টু, কেন্দ্রীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা বলরাম বাহাদুর, মুন্সীগঞ্জ জেলা সাধারন সম্পাদক সুবীর চক্রবর্তী, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি তাপস কুমার দাস, সিরাজদিখান উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা বিমল চন্দ্র সহ ভুক্তভুগি পরিবারের আরো অনেকে।