নাইজেরিয়ার জাতিগত সংঘাতে নিহত ১৬

0
45

নাইজেরিয়ায় জাতিগত সংঘাতে ১৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল রোববার মধ্যরাতে প্লেটু রাজ্যের মুশু গ্রামে এ হামলার ঘটনা ঘটে। ওই অঞ্চলে পশুপালক ও কৃষকদের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর আরব নিউজ।

নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলটি ‘মধ্যবলয়’ নামে পরিচিত। সেখানে বেশ কয়েকটি জাতিগত ও ধর্মীয়ভাবে ভিন্নমতাবলম্বী জাতিগোষ্ঠী বাস করে। সাম্প্রতিক বছরগুলোতে সেখানে গোষ্ঠীগত সংঘাতে কয়েক শ মানুষের প্রাণ গেছে। অঞ্চলটির উত্তর ভাগে বেশিরভাগ মুসলিম এবং দক্ষিণে প্রধানত খ্রিস্টানরা বসবাস করে। বছরের পর বছর ধরে তারা জাতিগত এবং ধর্মীয় সংঘাতের মধ্যদিয়ে যাচ্ছে।

এসব সংঘাতকে প্রায়ই মুসলিম পশুপালক ও প্রধানত খ্রিষ্টান কৃষকদের মধ্যকার জাতিগত-ধর্মীয় দ্বন্দ্ব হিসেবে তুলে ধরা হয়। তবে জলবায়ু পরিবর্তন ও কৃষি সম্প্রসারণও এসব সংঘাতের অন্যতম কারণ।

এ বছরের মে মাসে অঞ্চলটিতে কৃষক ও পশুপালকদের মধ্যে সংঘাতে ১০০ জনের বেশি মানুষ প্রাণ হারায়।