মুস্তাফিজকে দলের নেওয়ার কারণ জানালো চেন্নাই

0
54

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশের একমাত্র প্রতিনিধি পেসার মুস্তাফিজুর রহমান। আইপিএলের ১৭তম আসর মাঠে গড়াতে বাকী প্রায় তিন মাস। তার আগে অনুষ্ঠিত মিনি নিলামে মুস্তাফিজকে দলে ভেড়ায় টুর্নামেন্টের অন্যতম সফল দল চেন্নাই চেন্নাই সুপার কিংস (সিএসকে)। বাংলাদেশি এই পেসারকে দলে নেওয়া পূর্বপরিকল্পিত ছিল বলে জানিয়েছেন চেন্নাইয়ের প্রধান নির্বাহী।

শনিবার (২৩ ডিসেম্বর) চেন্নাইয়ে একটি অনুষ্ঠানে সিএসকের প্রধান নির্বাহী কেএস বিশ্বনাথনের কাছে নিলাম প্রসঙ্গে জানতে চাওয়া হয়। সেখানে মুস্তাফিজের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি বলব যে যাদেরকে নেওয়ার লক্ষ্য আমাদের ছিল, তাদের প্রায় সবাইকেই পেয়েছি। সত্যি বলতে, মিচেলকে (নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল) নিয়ে আমাদের পরিকল্পনা ছিল। আমাদের আরও মনে হয়েছে, মাঠের দুই পাশের সীমানা বিবেচনায় নিয়ে চিপকের উইকেটে মুস্তাফিজ ভালো একটি পছন্দ হতে পারে।’

এবারের নিলাম ভালো কেটেছে উল্লেখ করে বিশ্বনাথন আরও বলেন, ‘আমাদের ভাবনায় এসব ছিল, কিন্তু আমরা নিশ্চিত ছিলাম না যে তাদেরকে পাব কিনা। সৌভাগ্যবশত, এবারের নিলাম ভালো কেটেছে আমাদের জন্য।’