রাজধানীতে সিএনজি অটোরিকশায় আগুন

0
40

রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে হঠাৎ আগুন লেগে একটি সিএনজি অটোরিকশায় পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হননি।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে ৪টা ৫২ মিনিটের দিকে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

তিনি বলেন, বিকেলে ৪টা ৫২ মিনিটে যমুনা ফিউচার পার্কের সামনে একটি সিএনজি অটোরিকশায় আগুনের সংবাদ পাই আমরা। পরে আমাদের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে অটোরিকশাটিতে আগুন লাগে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।