নবাবগঞ্জে মাসব্যাপী সেলাই প্রশিক্ষনের সমাপনী

0
40

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্রের জীবিকায়ন কম্পোনেন্টের আওতায় উপকারভোগীদের মাঝে অকৃষিজ দক্ষতা উন্নয়ন মুলক মাস ব্যাপী সেলাই প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত হয়েছে। এ প্রশিক্ষণের ২৫ জন অংশ গ্রহণ কারীদের মাঝে বিনামুল্যে সেলাই মেশিন প্রদান করা হয়।

বৃহস্পতিবার নবাবগঞ্জ পিপিইপিপি-ইইউ প্রকল্প অফিস কর্তৃক আয়োজিত সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রকল্প সমন্বয়কারী মো. ফিরোজ আহমেদ, আঞ্চলিক ব্যবস্থাপক মো. ফজলুল হক, প্রোগ্রাম অফিসার (জীবিকায়ন) মো. হাবিবুর রহমান, কারিগরি কর্মকর্তা (পুষ্টি ও প্রাথমিক স্বাস্থ্যসেবা) মেহেদী হাসান, টেকনিক্যাল অফিসার বিধান বাস্কে, শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন, সহকারী শাখা ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিক, সহকারী কারিগরি কর্মকর্তা (জীবিকায়ন) আব্দুল কাদের ও তানজিদুর রহমান সুমন, মাস্টার ট্রেইনার মো. কাশেম মিয়া এবং সহকারী ট্রেইনার কাকলী সরেন সহ অনেকে।