রাজধানীতে ফের ট্রেনে আগুন

0
51

ঢাকার কমলাপুর থেকে জামালপুরের উদ্দেশে ছেড়ে যাওয়া ব্রহ্মপুত্র এক্সপ্রেসের ইঞ্জিন রুমে আগুনের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় এ অগ্নিকাণ্ড ঘটে। পরবর্তীতে ক্যান্টনমেন্ট স্টেশনে ট্রেনটি থামিয়ে আগুন নেভানো হয়। ঢাকা রেলওয়ে পুলিশের এসপি আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ব্রহ্মপুত্র এক্সপ্রেসের ইঞ্জিন রুমের ইঞ্জিনের সাইলেন্সার পাইপের ওপরে একটা চটের বস্তা ছিল। যেটার কারণে সাইলেন্সার পাইপের ধোঁয়া বেরোতে বাধাগ্রস্ত হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঐ ধোঁয়া থেকে ধীরে ধীরে চটের বস্তায় আগুন লেগে যায়।

বিষয়টি তাৎক্ষণিক টের পেয়ে রেলওয়ে পুলিশ ক্যান্টনমেন্ট স্টেশনে ট্রেনটি দাঁড় করিয়ে আগুনে নিভিয়ে ছেড়ে দেওয়া হয়। এর আগে, মঙ্গলবার ভোর পাঁচটার দিকে রাজধানীর তেজগাঁওয়ে নেত্রনোণা থেকে ছেড়ে আসা ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় চারজন নিহত হন। এছাড়া আহত হন বেশ কয়েকজন।