ধামরাইয়ে প্রচারণায় ব্যস্ত আ’লীগ প্রার্থী বেনজীর ও স্বতন্ত্র প্রার্থী মোহাদ্দেছ হোসেন

0
41

রনজিত কুমার পাল( বাবু), ঢাকা জেলা প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন -২০২৪ উপলক্ষে প্রার্থীতা প্রত্যাহারের সময়সীমা উত্তীর্ণ হওয়ার পর ঢাকা-২০ (ধামরাই) আসনের চূড়ান্ত ৭ জন নিমোক্ত প্রার্থীদের মাঝে সোমবার (১৮ ডিসেম্বর -২০২৩) প্রতীক বরাদ্দ সম্পন্ন করেছে রিটার্নিং অফিসার।

আলহাজ্ব বেনজীর আহমদ – (আওয়ামী লীগ) নৌকা প্রতীক, আলহাজ্ব এম এ মালেক- (স্বতন্ত্র প্রার্থী) ট্রাক প্রতীক, মো: মোহাদ্দেছ হোসেন – (স্বতন্ত্র প্রার্থী) কাঁচি প্রতীক, খান মোহাম্মদ ইসরাফিল -(জাতীয় পার্টি) লাঙ্গল প্রতীক, আমিনুর রহমান (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট প্রার্থী) ছড়ি প্রতীক, মিনহাজ উদ্দিন (বাংলাদেশ সুপ্রীম পার্টি) একতারা প্রতীক, রেবেকা সুলতানা (ন্যাশনাল পিপলস পার্টি) আম প্রতীক।

প্রতীক পাওয়ার পর সোমবার ঢাকা-২০ ধামরাই আসনের স্বতন্ত্র প্রার্থী ধামরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোহাদ্দেছ হোসেন ধামরাই পৌর বাজার ও বিভিন্ন ইউনিয়নে দলীয় নেতা-কর্মীদের নিয়ে প্রচারণা শুরু করেন এবং উঠান বৈঠক করেছেন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল থেকে ধামরাই পৌর বাজারসহ পাড়া-মহল্লায় নির্বাচনী প্রচারণা শুরু করলেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী( নৌকা) বর্তমান এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ। সঙ্গে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা,ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, ধামরাই পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর মোঃ মোকছেদ আলী, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ,ধামরাই উপজেলা আওয়ামী যুবলীগ নেতা মো: হাফিজুর রহমান হাফিজ, পৌর আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ সহ র্পৌর এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ নৌকা প্রতিকের প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ গ্রহণ করেন।

বিকেলে ধামরাই ঈদগাহ ময়দান থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী আলহাজ্ব বেনজীর আহমদ এর পক্ষে একটি বর্ণাঢ্য র ্যালি বের হয়ে মিছিলটি ধামরাই পৌরসভার যাত্রাবাড়ী মাঠে গিয়ে শেষ হয়।

এ’সময় নৌকা প্রতিকের প্রার্থী আলহাজ্ব বেনজীর আহমদ এমপি সহ,ধামরাই পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ঢাকা জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আবুল কাশেম রতন, ঢাকা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য শফিক আনোয়ার গুলশান, আওয়ামী লীগ নেতা মাসুম খান,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকু, ঢাকা জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট সোহানা জেসমীন মুক্তা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক খালেদ মাসুদ খান লাল্টু,সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী সমর্থকগন ও সাধারণ জনগন।