বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে স্বর্ণের বারসহ পাচারকারি আটক

0
78

নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২০ টি স্বর্ণের বারসহ আতিয়ার রহমান (৫০)নামে এক পাচারকারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সদস্যরা।

শনিবার (১৬ডিসেম্বর)রাতে পুটখালি সীমান্তের পশ্চিম পাড়া থেকে এ স্বর্ণসহ তাকে আটক করা হয়।

আটক আতিয়ার রহমান বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের মৃত মোহর আলীর ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের লেফটেনেন্ট কর্নেল পিএসসি ইন্জিনিয়াস মু.খোরশেদ আনোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান,পুটখালি সীমান্ত দিয়ে স্বর্ণ পাচার হবে এমন গোপন সংবাদে বিজিবির একটি দল পুটখালি গ্রামের পশ্চিম পাড়ায় অভিযান চালিয়ে (২ কেজি ৩শ ৬০ গ্রাম ওজনের) ২০টি স্বর্নের বারসহ তাকে আটক করা হয়।যার বাজার মুল্যে ২ কোটি ১২ লাখ ৫৮ হাজার টাকা।আটক আতিয়ার রহমান ঐ এলাকার চিহ্নিত স্বর্ণ পাচারকারী। সে দীর্ঘদিন যাবৎ নানা ছদ্দবেশে ভারতে স্বর্ণ পাচার করে আসছিলো।

আটকের বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।