৪২ হাজার ১০৩ কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনি উপকরণ, বাকি রইল ব্যালট বাক্স

0
48

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৪২ হাজার ১০৩ কেন্দ্রে পৌঁছে গেছে উপকরণ। এখন বাকি শুধু ব্যালট বাক্স। চলতি ডিসেম্বরের শেষ দিকে অথবা জানুয়ারির প্রথম দিকে এগুলো বিভিন্ন কেন্দ্রে পৌছানোর কথা।

ইসি থেকে পাঠানো উপকরণগুলোর মধ্যে রয়েছে- অমোচনীয় কালি, বিভিন্ন ধরনের ফরম ও প্যাকেট, ভোটগ্রহণ কর্মকর্তাদের পরিচয়পত্র, প্রশিক্ষণ ম্যানুয়েল, নির্দেশিকা, সাংবাদিক ও পর্যবেক্ষকদের পরিচয়পত্র এবং গাড়ির স্টিকার। শনিবার ৯ ধরনের উপকরণ পাঠানোর মধ্যদিয়ে এ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন ইসির কর্মকর্তারা।

এগুলো ছাড়াও ভোটগ্রহণের জন্য ১৩ ধরনের উপকরণের প্রয়োজন পড়ে। যার মধ্যে রয়েছে- ব্যালট বাক্স, ব্যালট বাক্সের ঢাকনা ও লক, বিভিন্ন ধরনের সিল, স্ট্যাম্প, বিভিন্ন ধরনের ব্যাগ, কাগজ, প্যাড, রশি প্রভৃতি। গত নভেম্বর মাসে মাঠ পর্যায়ে এগুলো পাঠানো হয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ‘প্রার্থিতা প্রত্যাহারের পর ব্যালট পেপার ছাপানো শুরু হবে। এবার আপিল শুনানি শেষে বৈধ প্রার্থী দাঁড়িয়েছে ২ হাজার ২৬০ জনে। এ সংখ্যা কমতে-বাড়তে পারে।

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩০০ সংসদীয় আসনে ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ১০৩টি। এসব কেন্দ্রে ভোটকক্ষ থাকবে ২ লাখ ৬১ হাজার ৯১২টি।

আসনভিত্তিক ভোটার তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। তাদের মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ; ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী এবং ৮৫২ জন তৃতীয় লিঙ্গ।