নান্দাইলে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

0
90

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইলে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস ২০২৩ পালিত হয়েছে। দিবাসটি উপজেলা প্রশাসনের কর্তৃক বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ টায় বদ্ধভূমিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা প্রদর্শন করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান,লেখক কলামিস্ট সাইদুর রহমান প্রমূখ।

এসম বক্তরা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর কালো রাতে দেশের সূর্যসন্তানদের নির্মমভাবে হত্যা করে দেশিয় দোসরসহ পাকিস্তানি হানাদার বাহিনীরা সে রাতে বুদ্ধিজীবীদের বাড়ি থেকে তুলে নিয়ে নির্মম ভাবে হত্যা করে এদেশকে বুদ্ধিহীন করে দিতে চেয়েছিল তারা। আজ যদি সে সব বুদ্ধিজীবীরা বেঁচে থাকতেন তাহলে দেশ আরও বেশি উন্নতির শিখরে পৌঁছে যেত।

এসময় উপস্থিত ছিলেন, প্রকৌশলী শাহবুর রহমান সজিব, বীর মুক্তিযোদ্ধা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।