রবিউল আলম রবিসহ বিএনপির ১১১ জনের কারাদণ্ড

0
92

রাজধানীর ধানমন্ডি, গুলশান, কাফরুল ও উত্তরখান থানায় নাশকতার পাঁচ মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবিসহ ১১১ জনের বিভিন্ন মেয়াদের কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের পৃথক আদালত এ রায় ঘোষণা করেন।

রাজধানীর ধানমন্ডি থানায় নাশকতার একটি মামলায় শেখ রবিউল আলম রবিসহ ২২ জনের তিন বছর করে কারাদণ্ডের রায় দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান। অপর আসামিরা হলেন আব্দুল আজিজ, সাবের হোসেন, কালাম, ফছেৎ, আশরাফ আলী, অস্ত্রধারী হান্নান ওরফে হান্নান খান, হাবিবুর রহমান হাবিব, আবুল খায়ের মানিক, আবু কাওসার ভূঁইয়া, মোহাম্মদ ফারুক হোসেন ওরফে বোমা ফারুক, মজিবুর রহমান মজু, আনিসুর রহমান শিবলু ও ইয়াসিন ওরফে বোমারু ইয়াসিন।

রায়ে দণ্ডবিধির একটি ধারায় আসামিদের আড়াই বছর এবং আরেক ধারায় ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দণ্ডদের মধ্যে রবিউল ইসলামসহ ৯ জন কারাগারে আছেন। অপর ১৩ আসামি পলাতক রয়েছেন। আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। ২০১৮ সালের জুলাইয়ে নাশকতার অভিযোগে ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করা হয়।

আজ একই আদালত ২০১৩ সালের গুলশান থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপির ১৫ নেতাকর্মীর ৬ মাসের কারাদণ্ডের রায় দিয়েছেন। কারাদণ্ড পাওয়া অন্য আসামিরা হলেন আসাদুজ্জামান আসাদ, মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ, খোরশেদ আলম মনতাজ, মোহাম্মদ অসীম আকরামসহ আরও অনেকে।

২০১৭ সালে রাজধানীর কামরুল থানার মামলায় বিএনপির ৮ নেতাকর্মীর দুই বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেন। কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন মো. আতাউর রহমান ওরফে সুমন শেখ, মো.মোয়াজ্জেম হোসেন মতি, মো. হাবিবুর রহমান রাব্বি, মো.খায়রুল আজম রাশেদ, আবুল কালাম আজাদ ওরফে নাসির, মো.শফিকুল আলম নাঈম, মো.হাবিবুর রহমান ওরফে হাবিব ও জিলুর রহমান ওরফে রূপক।

২০১৮ সালে রাজধানীর উত্তরখানা থানার দায়ের করা নাশকতার মামলায় বিএনপির ৩১ নেতাকর্মীর পৃথক দুই ধারায় দুই বছর এক মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেন। কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন মো. রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম বেপারী, মো. হারুন অর রশিদ হারুন, মো. আনোয়ার হোসেন সরকার, মো. কিরণ সরকার, মো. মমতাজ উদ্দিন, মো. রাসেল মোল্লা, মো. খোকন পারভেজ ওরফে হিরন, মো. ইয়াকুব আলী, মো. আরিফ উদ্দিন এনাফুল, মো. আব্দুর রশিদ ভূইয়া, মো. আসাদুল হক শুভসহ আরও অনেকে।

২০১৮ সালে রাজধানীর উত্তরখান থানায় দায়ের করা নাশকতার আরেক মামলায় বিএনপির ৩৫ নেতাকর্মীর পৃথক দুই ধারায় দুই বছর এক মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন একই আদালত। কারাদণ্ড পাওয়া উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন মো. মমতাজ উদ্দিন, হারুনুর রশিদ, আনোয়ার হোসেন সরকার, তোফাজ্জল হোসেন, কিরণ সরকার, রফিকুল ইসলাম, রাসেল মোল্লা, খোকন পারভেজ, ইয়াকুব আলী, আরিফ উদ্দিন, আব্দুর রশিদ, আসাদুল কবির, আনোয়ার হোসেন, গোলাম মোস্তফা, জাকির হোসেন,আহসান হাবীব, রায়হান ও সেলিম মোল্লা।