কুয়েটে রোকেয়া দিবস পালিত

0
27

মেহেদী হাসান, খুলনা প্রতিনিধিঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ রোকেয়া দিবস উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৯ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের আয়োজনে হল প্রাঙ্গণে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া এবং সভাপতিত্ব করেন হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট সুহেলী সায়লা আহমেদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, রোকেয়া হলের সহকারী প্রভোস্ট নাজিয়া জাহান খান চৌধুরীসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও প্রভোস্টগণ উপস্থিত ছিলেন। বক্তৃতার ফাঁকে ফাঁকে হলের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। অনুষ্ঠানের শেষ অংশে রোকেয়া হলের বার্ষিক ইনডোর গেমস্র বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও রোকেয়া হলের ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।