২৪ ডিসেম্বরের মধ্যে প্রাথমিকে শিক্ষক নিয়োগের ফল

0
130
ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষার ফল আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে প্রকাশিত হতে পারে। শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এই তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের ওই সূত্র জানিয়েছে, প্রথম ধাপের লিখিত পরীক্ষার ফল ১০ কার্যদিবসের মধ্যে প্রকাশের সিদ্ধান্ত হয়েছে। এই হিসেবে আগামী রোববারের (২৪ ডিসেম্বর) মধ্যে প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ বলেন, এর আগে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের এমসিকিউ ফলাফল‌ ১০ দিনের মধ্যে‌‌ প্রকাশ করা হয়েছে। এবার আমাদের সিদ্ধান্ত হলো পরীক্ষা শেষ হওয়ার কার্যদিবসের মধ্যে ফল প্রকাশ করা। আশা করছি এই সময়সীমা শেষ হওয়ার আগেই ফল প্রকাশ করতে পারব।

প্রসঙ্গত, শুক্রবার প্রথম ধাপে রংপুর, সিলেট ও বরিশাল বিভাগের ১৮ জেলায় একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিন বিভাগে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন।