নান্দাইলে বিএনপি’র বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পন্ড

0
178

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বিএনপির অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে পুলিশি বাঁধায় মিছিলটি পন্ড হয়ে যায়।

জানাযায়, উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের মাজার বাসট্যান্ড এলাকায় বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চলমান অবরোধ কর্মসূচীর সমর্থনে এক বিক্ষোভ মিছিল বের হয়ে হাইওয়ে রাস্তায় আসার সময় পুলিশের বাধার মুখে মিছিলটি পন্ড হয়ে যায়। বেলা সকাল ১১টার দিকে বিএনপি নেতা কর্মীরা মিছিল বের করে আনওয়ারুল হোসেন খান চৌধুরী মহিলা কলেজের সামনে আসলে মিছিলটিতে পুলিশ বাধা দেয়। এসময় মিছিলকারীরা পুলিশের সাথে বাক-বিতন্ডায় জড়িয়ে পরে। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে টিয়ার গ্যাস নিক্ষেপ করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশের টিআর গ্যাস নিক্ষেপে ৭/৮জন বিএনপির নেতাকর্মী আহত হয়েছে বলে জানাগেছে।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ওবায়দুল হক জানান, মিছিল থেকে পুলিশের দিকেইটপাটকেল নিক্ষেপ করায় ২জন পুলিশ সদস্য আহত হয়েছে। তাদের নান্দাইল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। উক্ত ঘটনায় মাজার বাসট্যান্ড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।