শালিখায় হিজলার ছদ্মবেশে থাকা ২বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

0
291

কামরুজ্জামান অন্তর ,শালিখা মাগুরাঃ মাগুরা শালিখা থানা পুলিশের অভিযানে ২বছরের সাজাপ্রাপ্ত পালাতক আসামি নারী হিজলার ছদ্মবেশ ধারণ কারীকে গ্রেফতার করে পুলিশ।শুক্রবার ০১ ডিসেম্বর বিকালে সাজাপ্রাপ্ত পলাতক আসামি হিজলা ছদ্মবেশে থাকা জসিম উদ্দিন কে জেলার জগদল বাজার থেকে গ্রেফতার করে থানা পুলিশ।

শালিখা থানা পুলিশের উপপরিদর্শক ইমরান হোসেন (নিরস্ত্র) এর নেতৃত্বে এস আই রাকিবুল ইসলাম(নিরস্ত্র) ও এ এস আই রিপন সহ নারী হিজলা রূপধারণ কারী ২বছরের সাজাপ্রাপ্ত আসামি কে গ্রেফতার করেন।সাজাপ্রাপ্ত জসিম উদ্দিন উপজেলার ৪নং শতখালী ইউনিয়ন পাচকাহুনিয়া গ্রামের মৃত আলম হোসেনের ছেলে।

শালিখা থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন বলেন ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামি হিজলা ছদ্মবেশী জসিম উদ্দিন কে শুক্রবার মাগুরা সদর জগদল বাজার থেকে গ্রেফতার করা হয়েছে।সে যশোর নারীও শিশু নির্যাতন আদালতের সিআর ভুক্ত ১৩১/১৬ নং মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।