বিএনপির আরেক নেতা বহিস্কার

0
129

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল মতিনকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করেছে দলটি।

শুক্রবার (১ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল মতিনকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

জানা গেছে, বিএনপি থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) যোগদান করে দলটির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন আব্দুল মতিন। নির্বাচনে অংশ নেওয়া ও বিএনএমে যোগ দেয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে বিএনপি।

এর আগে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়া ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমরকে বহিষ্কার করেছে বিএনপি। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান পদে ছিলেন।