২৪ ঘণ্টায় দিনাজপুরে ৫১ জনের করোনা শনাক্ত

0
77

সদর ও বিরল উপজেলায় দুই জনের মৃত্যুসহ গেল ২৪ ঘণ্টায় দিনাজপুরে ৫১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ল্যাব হতে ১০৫ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ৫১ জনের দেহে করোনা ( কোভিড ১৯) পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলাতে মোট শনাক্ত ১৯৮০ । করোনায় আক্রান্ত হয়ে সদর ও বিরলে দুইজনের মৃত্যু হওয়ায় জেলায় এ পর্যন্ত মৃতের সংখ্যা ৪২ ।

জেলায় নতুন করোনায় আক্রান্তদের মধ্যে সদরে ৩৭, বিরলে চার, চিরিরবন্দরে চার, বিরামপুরে দুই, ঘোড়াঘাটে এক, নবাবগঞ্জে এক, পার্বতীপুরে এক এবং বীরগঞ্জ উপজেলায় একজন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৯৮০ জন। এদিকে ৪১ জন নতুন করে সুস্থ হওয়ায় জেলায় এ নিয়ে সুস্থ হয়েছে ১৩৬৮ জন। বর্তমানে আক্রান্ত হয়ে ৫৭০ জন চিকিৎসাধীন রয়েছেন।