লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

0
133

পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট:লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যনির্বাহী জেলা কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে জেলার “লালমনিরহাট বার্তা” অফিসে লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়।সভার শুরুতে লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির প্রয়াত প্রতিষ্ঠাতা সভাপতি ইউনুস আলী’র স্মরনে দোয়া মহফিল অনুষ্ঠিত হয়ে সভার কার্যক্রম শুরু হয়।

লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটিকে আরো গতিশীল ও বেগবান করার লক্ষে সদস্যদের সম্মতিক্রমে পুরাতন কমিটি ভেঙে দিয়ে আবারো ২ বছর মেয়াদি নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে বাংলাভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি মেহেদী হাসান জুয়েলকে সভাপতি ও দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার জেলা প্রতিনিধি শাফিউল ইসলাম প্রধানকে সাধারণ সম্পাদক, জিটিভির জেলা প্রতিনিধি আলতাফুর রহমান আলতাফকে সিনিয়র সহ-সভাপতি, লালমনিরহাট বার্তার সাংবাদিক মৃদুল হাবিবকে যুগ্ম-সাধারণ সম্পাদক, দৈনিক সবুজ নিশান পত্রিকার জেলা প্রতিনিধি ওসমান গনিকে সাংগঠনিক সম্পাদক (১) এবং অনলাইন নিউজ পোর্টাল তরঙ্গ নিউজের জেলা প্রতিনিধি পরিমল চন্দ্র বসুনিয়াকে সাংগঠনিক সম্পাদক(২) নির্বাচিত করে আংশিক কমিটি প্রকাশ করা হয়েছে।

কমিটি গঠন সভায় নির্বাচন কমিশনার হিসাবে নির্বাচনী কার্য পরিচালনা করেন লালমনিরহাট টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি তৌহিদুল ইসলাম লিটন।

এ সময় প্রধান অতিথি হিসাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন,”লালমনিরহাট বার্তা”র সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা গেড়িলা লিডার এস এম শফিকুল ইসলাম কানু, আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন উত্তর বাংলা কলেজের সাবেক অধ্যক্ষ মনোয়ারুল ইসলামসহ অনেকে।

নবগঠিত কমিটির সভাপতি মেহেদী হাসান জুয়েল বলেন,”লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠা সভাপতি ইউনুস আলীর মৃত্যুর পর সংগঠনটি তার গতিশীলতা হারায়। সকল সদস্যদের সম্মতিক্রমে পুরানো কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। আশা করি সকল সদস্যের সহযোগীতায় নতুন কমিটির পরিচালনায় লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটি এগিয়ে যাবে অনেক দূর”।