ঘোড়াঘাটে গ্রাম বিকাশ কেন্দ্রের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

0
81

ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে গ্রাম বিকাশ কেন্দ্রের কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি গ্রুপের ৩০ জন সিজি সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেমিনার কক্ষে কক্ষে বে-সরকারি উন্নয়ন সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্রের প্রসপারিটি প্রকল্পের ওসমানপুর অফিসের আয়োজনে ওরিয়েন্টেশন সভায় সভাপতিত্ব করেন, সংস্থার প্রকল্প সমন্বয়কারী ফিরোজ আহমেদ।

এতে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আহমদ ঈশা , শাখা ব্যবস্থাপক বিপ্লব কুমার,প্রকল্পের টেকনিক্যাল অফিসার কমিউনিটি মবিলাইজেশন বিধান বাস্কে, কারিগরি কর্মকর্তা- পুষ্টি ও প্রাথমিক স্বাস্থ্য সেবা মো.মেহেদী হাসান,সহকারী করিগরি কর্মকর্তা পুষ্টি ফারুক হোসেন, জীবিকায়ন দীপক চন্দ্র রায় প্রমুখ।