পোরশা এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে ১১ জন

0
252
ফাইল ছবি

ইসমাইল হোসেন পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ এ বছর এইচএসসি, আলিম ও ভোকেশনাল পরীক্ষা ফলাফল পোরশা উপজেলায় সর্বমোট ১১ জন জিপিএ ৫ পেলেও আলিম পরীক্ষায় কেউই জিপিএ ৫ পায়নি। এ বছর সর্বমোট পরীক্ষার্থী ছিল ৫৮৬ জন পাশ করেছে ৩৮৮ জন। বাকী ১৯৮জন বিভিন্ন বিষয়ে ফেল করেছে।

এইচএসসি পরীক্ষার উপজেলা ফলাফলে নওগাঁর পোরশায় ১১ জন জিপিএ-৫ পেলেও ফেল করেছে ১৯৮ জন শিক্ষার্থী। জিপিএ- ৫ পেয়েছে কড়িদহ ও বড় গুন্দইল টেকনিকেল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ থেকে ৬ জন ও পোরশা সরকারি কলেজ সাধারণ শাখা থেকে ২ জন ও বিএম শাখা থেকে ২জন ও নিতপুর মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ১জন। সবচেয়ে বেশী ফেল করেছে গাঙ্গুরিয়া ডিগ্রী কলেজ থেকে ৯১ জন পরীক্ষার্থী।
সংশ্লিষ্ট একটি সূত্র জানান, এসএসসি পরীক্ষায় উপজেলার ১১টি কলেজ ৫৮৬জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন। এতে পাশ করে ৩৮৮জন। ফেল করেছে-১৯৮জন।

সূত্র আরো জানায় পোরশা ডিগ্রী কলেজ থেকে পরীক্ষার্থী ১১০ জন পাস করেছে ৫৮ জন। পাশের হার ৫২ পয়েন্ট ৭৩।

গাঙ্গুরিয়া ডিগ্রী কলেজ থেকে মোট পরীক্ষার্থী ১৮১ জন পাস করেছে ৯০ জন। পাশের হার ৪৯ দশমিক ৭২।
নিতপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে মোট পরীক্ষার্থী ৩২ জন পাস করেছে ১৮ জন। পাশের হার ৫৬ দশমিক ২৫।

ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে মোট পরীক্ষার্থী বিশ জন পাস করেছে ১২ জন পাশের হার ৬০।

পলাশবাড়ী চাচাই বাড়ি কামিল মাদ্রাসা থেকে মোট পরীক্ষার্থী ৩৩ জন পাস করেছে ২২ জন পাশের হার শতকরা ৬৬।

মিরপুর দারুস সুন্নাহ ফাজিল মাদ্রাসা মোট পরীক্ষার্থী ১৯ জন পাস করেছে 16 জন পাশের হার ৮৪.২১।
নিদপুর মহিলা আলিম মাদ্রাসা মোট পরীক্ষার্থী ২২ জন পাস করেছেন ১৫ জন পাশের হার ৬৮. ১৮।
মেধা হযরত আয়েশা সিদ্দিকা আলিম মাদ্রাসার মোট পরীক্ষার্থী ২০ জন পাস করেছে ১৩ জন পাশের হার ৬৫.০০।

বারিন্দা শেখপাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মোট পরীক্ষার্থী ২১ জন পাস করেছেন ২১ জন।
পাশের হার ১০০।

কড়িদহ টেকনিকেল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ মোট পরীক্ষার্থী ৯৭ জন পাস করেছে ৯৫ জন পাশের হার ৯৭.৯৮।

বড় গূন্দইল ভোকেশনাল কলেজ মোট পরীক্ষার্থী ২২ জন পাশ করেছে ১৯ জন পাশের হার ৮৬.৩৬।
পোরশা সরকারি ডিগ্রী কলেজ বিএম শাখার মোট পরীক্ষার্থী ৯ জন পাশ করেছে ৯ জন পাশের হার ১০০।