দিনাজপুর-৬ আসনের নৌকার মনোনয়ন পেলেন শিবলী সাদিক

0
98
শিবলী সাদিক

মো. শফিকুল ইসলাম শফি, ঘোড়াঘাট (দিনাজপুর): দিনাজপুর-৬ (ঘোড়াঘাট, হাকিমপুর, বিরামপুর ও নবাবগঞ্জ) আসনে নৌকার মনোনয়ন পেলেন বর্তমান এমপি নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিবলী সাদিক।

আজ রোববার সকালে গণভবনে মনোনয়ন প্রত্যাশীদের অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নাম ঘোষনা করেন।

জানা যায়, দিনাজপুর-৬ আসনে আওয়ামী লীগের ৯ জন নেতা নৌকার প্রতীকের জন্য মনোনয়ন দাখিল করলেও যাচাই বাছাইয়ের পর বর্তমান এমপি শিবলী সাদিককে মনোনীত করে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড।

দিনাজপুর-৬ আসন থেকে শিবলী সাদিক আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। এদিকে তার মনোনয়ন পাওয়ার বিষয়টি জানার পর দিনাজপুর-৬ আসনের নেতা কর্মীরা মিষ্টি বিতরণ সহ আনন্দ মিছিল বের করে।