সহিংসতার আন্তর্জাতিক তদন্ত চেয়ে দূতাবাসগুলোতে বিএনপির চিঠি

0
99

সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশকে কেন্দ্র করে সহিংস ঘটনা থেকে শুরু করে চলমান হরতাল-অবরোধে অগ্নিসংযোগ, ভাঙচুর, বিস্ফোরণ এবং গুপ্তহত্যার বিবরণ তুলে ধরে বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের দূতাবাসে চিঠি দিয়েছে বিএনপি। গতকাল মঙ্গলবার ঢাকায় অবস্থিত বিভিন্ন দূতাবাস ও কূটনৈতিক মিশনে চিঠি দেওয়া হয়েছে।

আজ বুধবার নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির পররাষ্ট্রবিষয়ক কমিটির এক সদস্য বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে যাব না আমরা। বরং রাজপথের আন্দোলন কর্মসূচি জোরদারের পাশাপাশি আমাদের কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকবে। দূতাবাসগুলোতে দেওয়া চিঠিতে চলমান রাজনৈতিক পরিস্থিতি, অগ্নিসংযোগ ও সংঘাতের জন্য যে সরকার দায়ী তার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। বিশেষ করে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও ভিডিও’র কপি চিঠিতে সংযুক্ত করা হয়েছে।’

পররাষ্ট্র বিষয়ক কমিটির ওই সদস্য আরও বলেন, ‘চিঠিতে চলমান আন্দোলনে নাশকতা ও অগ্নিসন্ত্রাসের ঘটনার আমরা যে আন্তর্জাতিক তদন্ত চাই সে বিষয়টি উল্লেখ করেছি।’

এর আগে মঙ্গলবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে চলমান রাজনৈতিক কর্মসূচির মধ্যে সংগঠিত বিভিন্ন নাশকতার ঘটনা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বরাত দিয়ে দাবি করেন, আইন-শৃক্সখলা বাহিনীর ছত্রছায়ায় আওয়ামী লীগের নেতাকর্মীরা অগ্নি সন্ত্রাস করছে এবং নাশকতার ঘটনা ঘটাচ্ছে। তিনি এসব ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের দাবিও জানান।