শ্রীনগরে রোপা আমন ধান প্রদর্শনী ও মাঠ দিবস

0
91

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে ২০২৩-২০২৪ অর্থ বছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়িত রোপা আমন ধান প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা হয়েছে।

বুধবার বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার ষোলঘর বাজার সংলগ্ন মাঠে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. আব্দুল আজিজ।

শ্রীনগর উপজেলা কৃষি অফিসার মোহসিনা জাহান তোরণের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ উত্তম কুমার কবিরাজ, অতিরিক্তি উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ হাবিবা নাসরীন, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) শান্তনা রানী।

জানা গেছে, প্রায় দেড় শতাধিক কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভায় অংশ নেন। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসার গণ উপস্থিত ছিলেন।