কুষ্টিয়া-৩ আসনে মনোনয়ন কিনলেন হানিফ

0
119

স্টাফ রিপোর্টারঃ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। শনিবার ১৮ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা দলীয় মনোনয়ন ফরম কিনে শুভ উদ্বোধন করেন। এরপর দেশের বিভিন্ন জেলার প্রার্থীরা মনোনয়ন ফরম কিনতে শুরু করেন।

এদিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ১৯নভেম্বর দুপুরে কুষ্টিয়া-৩ আসনে দলীয় মনোনয়ন ফরম কেনেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী। আরোও উপস্থিত ছিলেন, মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুকউজ্জামান, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু, মাযহারুল আলম সুমন, বাংলাদেশ ছাত্র লীগের সাবেক নেতা হিরন ও বর্তমান নেতা বাধন সহ কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

কুষ্টিয়া-৩ আসনে হানিফ এর পক্ষে মনোয়ন ফরম সংগ্রহ করেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বিষয়টি নিশ্চিত করে এক বার্তায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুকউজ্জামান বলেন, কুষ্টিয়া-৩ আসনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ভাইয়ের বিকল্প নেই। তিনি বিগত দুইবার এই আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। হানিফ ভাইয়ের জন্য আমরা কুষ্টিয়াবাসী ধন্য। বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তিনি যে উন্নয়ন করেছেন আজ সেই উন্নয়ন দৃশ্যমান। তিনি আরো বলেন, এবারের নির্বাচনেও জনগন হানিফ ভাইকে পুনরায় এমপি হিসেবে দেখতে চান। বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পুনরায় জনগন নৌকা মার্কায় ভোট দিয়ে হানিফ ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ।

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত বুধবার ১৫নভেম্বর সন্ধ্যায় জাতির উদ্দেশে এক ভাষণে আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি।