বাগআঁচড়ায় তরকারির প্যাকেটে করে ফেনসিডিল পাচারের সময় আটক-১

0
75

নাজিম উদ্দীন জনি,বেনাপোল(যশোর)প্রতিনিধিঃ যশোরের শার্শার বাগআঁচড়ায় কাঁচা বাজারের প্যাকেটে অভিনব কায়দায় পাচারের সময় ৪০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ বাবলুর রহমান বাবু(৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহঃপ্রতিবার(৬ আগস্ট) দুপুরে উপজেলার বাগআঁচড়া আমতলা নামক স্থানের পাঁকা রাস্তার উপর থেকে তাকে আটক করে বাগআঁচড়া ফাঁড়ি পুলিশ আটক বাবু চৌগাছা উপজেলার পান্তাপাড়া গ্রামের নূর ইসলামের ছেলে।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, দুপুরের টহলরত অবস্থায় সাতমাইল আমতলা পাকারাস্তার উপর অবস্থান করছিল এ সময় বাবলুর রহমান ওরফে বাবু তার হাতে থাকা বাজার করার ব্যাগ সহ সন্দেহ ভাজন অবস্থায় ঘুরাঘুরি করছিলো। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সে দৌড়ে পালানোর চেষ্টা করে।পরে পুলিশ তাকে ধাওয়া করে পাকারাস্তা সড়ক থেকে আটক করে।

আটকের পর তার কাছে থাকা বাজারের ব্যাগ তল্লাশী করে তরি-তরকারির ভেতর থেকে ৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। আটকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হবে বলে তিনি জানান।