অভিযান আরও জোরদারের ঘোষণা ইসরায়েলের

0
102

শুধু ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চল নয়, যেখানেই হামাস রয়েছে সেখানেই অভিযান চালানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা দপ্তর এক ব্রিফিংয়ে এ কথা জানায়।

একইসঙ্গে লিফলেট দিয়ে ওই অঞ্চলে আশ্রয় নেয়া প্রায় ১৬ লাখ ফিলিস্তিনিকে ১৪ বর্গ কিলোমিটার উপকূলীয় শহর মাওয়াসিতে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এ ঘটনায় এরইমধ্যে সর্তক করেছে জাতিসংঘের ১৮টি সংস্থার প্রধান। তারা বলেছেন, ৭ অক্টোবর সংঘাত শুরু হওয়ার পর প্রাণ বাঁচাতে গাজার উত্তর থেকে দক্ষিণে আশ্রয় নেয় লাখ লাখ ফিলিস্তিনি। এখন তাদের আবার সরিয়ে ছোট্ট ওই শহরে নেয়া অমানবিক।

এদিকে আল শিফা হাসপাতালে এখনও অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলী বাহিনী।

তবে আন্তর্জাতিক চাপে অবশেষে প্রতিদিন জ্বালানি তেলবাহী দুটি করে ট্যাংকার গাজায় প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল। আংশিক চালু হয়েছে টেলিযোগাযোগ ব্যবস্থাও।

এদিকে, ইসরায়েলি বাহিনী গত ৪২ দিনের অভিযানে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহতের সংখ্যা ১২ হাজার ছাড়িয়ে গেছে। এই নিহতদের মধ্যে শিশু এবং অপ্রাপ্তবয়স্কদের সংখ্যা অন্তত ৫ হাজার।