পাকিস্তান ক্রিকেট বোর্ডের বদল চান রমিজ রাজা

0
119

বিশ্বকাপ শুরুর আগে শিরোপার অন্যতম দাবিদার ভাবা হচ্ছিল পাকিস্তান দলকে। শুরুটা ভালোই করেছিল তারা। এরপর হঠাৎ ছন্দ হারায় পাকিস্তান। যেখান থেকে ঘুরে দাঁড়ায় বটে, তবে ততক্ষণে সমীকরণ পৌঁছে যায় আকাশ ছোঁয়া দূরত্বে। চার ম্যাচে জয় পেলেও, পাঁচ হারে যাওয়া হয়নি শেষ চারের লড়াইয়ে।

এমন পরিস্থিতিতে পুরো পাকিস্তান এক হয়ে যেন ক্ষেপে আছে বাবরদের ওপর। সাবেক ক্রিকেটার ও সমালোচকদের রোষানলে পড়েছে পাকিস্তানি ক্রিকেটাররা। তবে শুধু ক্রিকেটার নয়, পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও (পিসিবি) সমান দায় দেখছেন সাবেক পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা। সাবেক এই ক্রিকেটার প্রশ্ন তুলেছেন প্রধান নির্বাচককে নিয়েও।

বোর্ড ও বোর্ড সংশ্লিষ্ট কোনো কর্মকাণ্ড তার কাছে ঠিকঠাক মনে হচ্ছে না দাবি করে নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করেন রামিজ। সেখানে পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফের কাণ্ডজ্ঞান ও টুর্নামেন্ট চলাকালীন নির্বাচক পদে পরিবর্তন নিয়ে মুখ খোলেন তিনি।

এই সময় বিশ্বকাপে দলের নেতৃত্বে থাকা বাবর আজমকে নিয়ে একতরফা সমালোচনার জবাব দেন রামিজ। প্রশ্ন করেন, ‘যখন বোলাররা নতুন বলে উইকেট তুলতে না পারছে, তখন বাবর তার অধিনায়কত্ব দিয়ে কিভাবে কী করবে?’

এরপর পিসিবির প্রধানের সমালোচনা করে বলেন, ‘পাকিস্তান ক্রিকেট এক ইঞ্চিও আগাবে না, যদি আপনার খেলার প্রতি কোনো আবেগ না থাকে। আপনার নিজেকে ও নিজের মানসিকতাকে পরিবর্তন করতে হবে। আপনার নিজের প্রিয় সাংবাদিককে এসব খবর ফাঁস করা বন্ধ করতে হবে।’

দলের নতুন নির্বাচক তৌসিফ আহমেদকে নিয়ে রমিজ বলেন, ‘যে নতুন প্রধান নির্বাচক আপনি নিয়োগ দিয়েছেন, তার পুরোনো ভিডিওগুলো দেখেন। সেখানে তিনি কত খারাপভাবে বাবর ও রিজওয়ানকে নিয়ে কথা বলেছেন। আপনি আপনার ক্রিকেটকে এগিয়ে নিতে চান ৭০ বছর বয়সী একজনকে নিয়োগ দিয়ে, যে কিনা ক্রিকেটের কিছুই জানেন না।’

এরপর রমিজ এখন কী করা উচিৎ, সে সম্পর্কে বলেন, ‘এই পুরো ব্যবস্থাপনা বদলাতে হলে এই বোর্ডকে আগে পরিবর্তন করতে হবে।’