ঘোড়াঘাটে ৮ জন উপকারভোগীর মাঝে ছাগল বিতরণ

0
84
দিনাজপুরের ঘোড়াঘাটে ৮ জন উপকারভোগীর মাঝে ছাগল বিতরণ করা হয়

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে গ্রাম বিকাশ কেন্দ্রের ৮ জন উপকারভোগীর মাঝে ৩টি করে ছাগল বিতরণ করা হয়েছে। উপকারভোগী পরিবার গুলো উপজেলার চিয়ারগাঁও, দিঘিপাড়া এবং ওমরপুর এলাকার।

সোমবার বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্রের প্রসপারিটি প্রকল্পের আওতায় ডুগডুগীহাট ইউনিট অফিসে এ ছাগল বিতরণ কালে উপস্থিত ছিলেন, গ্রাম বিকাশ কেন্দ্রের এলাকা ব্যবস্থাপক আব্দুল ওহাব, শাখা ব্যবস্থাপক ফরিদুল ইসলাম, কারিগরি কর্মকর্তা জীবিকায়ন মো. হাবিবুর রহমান, সহকারি কারিগরি কর্মকর্তা আব্দুর রাজ্জাক প্রমুখ।