কেএমপি’র  অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

0
94

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : গত ০৯ নভেম্বর রাত ১১টা ৩০ মিনি সময় খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খুলনা সদর থানাধীন ৮নং মুন্সিপাড়া, ৩য় গলি, জনৈক মোঃ ফারুক হোসেন সাচ্চু এর ২য় তলা বাড়ীর উত্তর পাশ সংলগ্ন সেমি পাকা টিনের ঘরের রুমের মধ্যে হতে জুয়াড়ি ০১) মোঃ বাবুল হাওলাদার(৫০), পিতা-মৃত সেকান্দার আলী, মাতা-হাকিমুন্নেছা বেগম, সাং-ধাওয়া, থানা-ভান্ডারীয়া, জেলা-পিরোজপুর, এ/পি সাং-দিলখোলা রোড, ওয়ার্ড নং-৩০, জনৈক জলি বেগমের ভাড়াটিয়া, থানা-খুলনা সদর, মহানগর খুলনা, ০২) মোঃ জিয়াউল ইসলাম(৩৮), পিতা-বজলুর রহমান, মাতা-মনোয়ারা বেগম, সাং-কচুবুনিয়া, ৩নং ওয়ার্ড, থানা-মোড়েলগঞ্জ জেলা-বাগেরহাট, এ/পি সাং-নবপল্লী, ওয়ার্ড নং-১৮, জনৈক শোভনের বাড়ির ভাড়াটিয়া, থানা-সোনাডাঙ্গা মডেল, মহানগর খুলনা, ০৩) মোঃ রায়হান গাজী(৩৫), পিতা-আব্দুর রশিদ গাজী, মাতা-রওশনারা বেগম, সাং-কালিকাপুর, থানা-কয়রা, জেলা-খুলনা, ০৪) মোঃ শহিদ শেখ (৪৫), পিতা-মৃত আব্দুর সাত্তার শেখ, মাতা-মৃত শামসুন্নাহার বেগম, সাং-রূপসা, ওয়ার্ড নং-৩০, হোল্ডিং নং-১৪৪, থানা-খুলনা সদর, মহানগর খুলনা, ০৫) মোঃ শেখ মাসুম (৫০), পিতা-মৃত শেখ আজিজুর রহমান, মাতা-গোলাপজান বেগম, সাং-জিন্নাপাড়া শিপইয়ার্ড, ওয়ার্ড নং-৩১, থানা-খুলনা সদর, মহানগর খুলনা, ০৬) মোঃ মোমরেজ সরদার (৫১), পিতা-মৃত আহম্মদ সরদার, মাতা-ফাতিমা বেগম, সাং-প্রত্যাসা আবাসিক, জনৈক ফজলুর রহমান সাহেবের বাড়ির ভাড়াটিয়া, থানা-লবনচরা, মহানগর খুলনা (স্থায়ী ঠিকানা নেই), ০৭) মোঃ ফারুক চৌধুরী (৪৫), পিতা-মৃত আঃ জব্বার চৌধুরী, মাতা-মৃত আমিরুননেছা বেগম, সাং-জিন্নাপাড়া মেইন রোড, থানা-খুলনা সদর, মহানগর খুলনা, ০৮) মোঃ শেখ শহিদুল ইসলাম লিটু (৪৩), পিতা-মৃত শেখ জহিরুল হক, মাতা-মাফুজা বেগম, সাং-দূর্জনীমহল আব্দুলের মোড়,থানা-রূপসা, জেলা-খুলনা, এ/পি সাং-টুটপাড়া মহির বাড়ী ছোটখালপাড়, থানা-খুলনা সদর, মহানগর খুলনা, ৯) মোঃ কামরুজ্জামান (৫৫), পিতা-মৃত নুরুল হক শেখ,মাতা-মৃত রওশনারা বেগম, সাং-বাগমারা পূর্বরূপসা, থানা-রূপসা, জেলা-খুলনা এবং ১০)মোঃ মাজিদুল ইসলাম(৪৩), পিতা-মৃত সৈয়দ মোজাম্মেল হোসেন, মাতা-মৃত শিয়ারুন্নেছা বেগম, সাং-দহকোলা, ৩নং ওয়ার্ড, থানা-শৈলকুপা, জেলা-ঝিনাইদহ, এ/পি সাং-গোয়ালপাড়া বিদ্যুত কেন্দ্র কোয়াটার আবাসিক এলাকা, থানা-খালিশপুর, মহানগর খুলনাদের’কে জুয়া খেলার সরঞ্জাম তাস ৩০ (ত্রিশ) সেট এবং নগদ ৭৫,৬০০/- (পঁচাত্তর হাজার ছয়শত) টাকা সহ গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত ব্যক্তিরা উক্ত স্থানে দীর্ঘদিন যাবত জুয়া খেলার আসর বসিয়ে থাকে। এ সংক্রান্তেতাদের বিরুদ্ধে খুলনা সদর থানায় ১৮৬৭ সালের জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র ) সদর দপ্তরের অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার ( এডিসি , হেডকোয়ার্টার , কেএমপি ) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, পিপিএম-সেবা, ১০ নভেম্বর শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লিখিত তথ্য নিশ্চিত করেন ।