আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোরগঞ্জের বাজিতপুরে দুপক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এসময় প্রতিপক্ষের গুলিতে ফুরকান (৩২) ও শরীফ (৩০) নামে দুই যুবক নিহত হয়েছেন।বুধবার সকালে জেলার বাজিতপুর উপজেলার মাইজচর ইউনিয়নের শ্যামপুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ফুরকান শ্যামপুরপাড়া গ্রামের রাফাত আলীর ছেলে এবং শরীফ একই গ্রামের আব্দুল কাদিরের ছেলে।পুলিশ জানায়, পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তার নিয়ে ফারুক মিয়া ও বাক্কার মেম্বারের পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে।
এ সময় ফারুক গ্রুপের লোকজনের আগ্নেয়াস্ত্রের গুলিতে বাক্কার মেম্বার গ্রুপের ফুরকান ও শরীফ গুলিবিদ্ধ হয়।গুলিবিদ্ধ দুজনকে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফুরকানকে মৃত ঘোষণা করেন। আর শরীফকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।বাজিতপুর থানার ওসি মো. খলিলুর রহমান পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।