দৌলতপুর থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র, বিভিন্ন প্রকার বইসহ গ্রেফতার ১৪

0
68

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : ৭ নভেম্বর মঙ্গলবার সকাল ০৯ টা ২৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানাধীন পাবলা ২ নং ক্রস রোডস্থ জনৈক ফরিদুর রহমান নিলুর মালিকানাধীন কপোতাক্ষ ছাত্রবাসের ২য় তলায় বাংলাদেশ জামায়াত ইসলামি, ছাত্রশিবির বিএনপির কতিপয় নেতাকর্মী রাষ্ট্রের বিরুদ্ধে নাশকতা ও অন্তর্ঘাতমূলক কার্যসংগঠনের ষড়যন্ত্র তথা সরকার উৎখাতের ষড়যন্ত্র ও শিল্প কারখানার ক্ষতি সাধন, যাত্রীবাহি বাসে অথবা মিছিল বা সমাবেশস্থলে নাশকতা করার পরিকল্পনা করছে মর্মে জানা যায়।

উক্ত সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ০৭/১১/২০২৩ সকাল ০৯.৪৫ ঘটিকায় উল্লেখিত ঘটনাস্থলে উপস্থিত হওয়ার সাথে সাথে অবস্থানরত বাংলাদেশ জামায়ত ইসলামী ও ছাত্র শিবিরের নেতা কর্মী এবং বিএনপির নেতা কর্মীরা পুলিশের উপস্থিতি টের পাইয়া ও দ্রুত পাইলয়া যাওয়ার প্রাক্কালে বাদী সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় উক্ত ঘটনাস্থল হতে ১। মোঃ তৈয়ব হাসান ওরফে তৈয়ুবুর রহমান (২৬),সিনিয়র সহ-সভাপতি, বিএল কলেজ ছাত্র শিবির, ২। মোঃ মিন্টু শেখ (২২), সহ-সভাপতি, বিএল কলেজ ছাত্র শিবির, ৩। মোঃ জোবায়ের হোসেন (১৯), যুগ্ম সাধারণ সম্পাদক বিএল কলেজ ছাত্র শিবির, ৪। মোঃ আমিরুল ইসলাম (২৬), সাধারণ সম্পাদক, বিএল কলেজ ছাত্র শিবির, ৫। মোঃ ইয়াসিন আরফাত (২৩), দপ্তর সম্পাদক বিএল কলেজ ছাত্র শিবির ৬। মোঃ আব্দল্লাহ বুখারী (২১), প্রচার সম্পাদক বিএল কলেজ ছাত্র শিবির, ৭। জাহাঙ্গীর আলম (২১), সদস্য বিএল কলেজ ছাত্র শিবির, ৮। আব্দুল্লাহ আল মামুন (২২), সদস্য বিএল কলেজ ছাত্র শিবির, ৯। মোঃ ফাহিম মোরশেদ (২১), সভাপতি, ম্যানগ্রোভ ইম্পিরিয়াল ইঞ্জিনিয়ারিং কলেজ, খালিশপুর, ১০। মোঃ রাকিবুজ্জামান (২৩), সদস্য খুলনা মহানগর ছাত্র শিবির, ১১। মোঃ মহিবুল্লাহ (১৯), সদস্য খুলনা মহানগর ছাত্র শিবির, ১২। মোঃ রাকিব হাসান (২০), , ১৩। মাহি চৌধুরী (২৩), সদস্য খুলনা মহানগর ছাত্র শিবির, ১৪। সেলিম হোসেন (২৩), সদস্য খুলনা মহানগর ছাত্র শিবির গণকে ধৃত করেন এবং ১৫। সৈয়দ গোলাম কিবরিয়া (৫৫), সভাপতি, দৌলতপুর থানা জামায়েত ইসলামী, ১৬। আজিজুর রহমান স্বপন (৫৩), সহ-সভাপতি, দৌলতপুর থানা জামায়েত ইসলামী, ১৭। মোঃ আশরাফ শেখ (৫৮), সহ সভাপতি, দৌলতপুর থানা জামায়েত ইসলামী, গণসহ অজ্ঞাতনামা ৫০/৬০ জন দোড়ে পালাইয়া যায়।

আসামীদের ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করিলে তারা জানায় যে, তাহারা পলাতক আসামীসহ আজ্ঞাতনামা ৫০/৬০ জন ঘটনাস্থলের ২য় তলায় বসিয়া ধ্বংসাত্বক কার্যক্রম করার উদ্দেশ্যে ষড়যন্ত্র করিতেছিলো বলিয়া স্বীকার করে।

উক্ত ঘটনার বিষয়ে বাদীর এজাহারের প্রেক্ষিতে দৌলতপুর থানার মামলা নং-০৬ তাং-০৭/১১/২০২৩ , ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-ডি রুজু করা হয়েছে। এ সংক্রান্তে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।