নান্দাইলের সোয়া ৪ কোটি টাকা ব্যয়ে চারটি গ্রামীন রাস্তা পাকাকরণের ভিত্তি প্রস্তর স্থাপন

0
503

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলায় চারটি গ্রামীণ রাস্তা পাকাকরণের ভিত্তি পস্তর স্থাপন করেন ময়মনসিংহ -৯ নান্দাইল আসনের এমপি আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিন।

রবিবার (৬ নভেম্বর) উক্ত ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, ময়মনসিংহ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও নান্দাইল উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক বাহার, নান্দাইল উপজেলা প্রকৌশলী শাহাবো রহমান সজীব,নান্দাইল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, ১১ নং খারুয়া ইউপি চেয়ারম্যান জনাব কামরুল হাসনাত ভূইয়া মিন্টু,১ নং বীর বেতাগৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন, অবিভক্ত বেতাগৈর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আবুল হোসেন সরকার, নান্দাইল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ মাহমুদুল হক সৌরভ সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ভিত্তি প্রস্তর স্থাপন করা গ্রামীণরাস্তাগুলো হলঃ সালুয়াপাড়া এফআরবি হতে কালিয়াপাড়া বাজার সড়ক,বীরকামটখালী হতে টাওয়াল দক্ষিণ বাজার,চৈতনখালী বাজার হতে খারুয়া বাজার,বেতাগৈর ইউপি হতে বীরকামটখালী বাজার সড়ক। রাস্তাগুলো পাকাকরণর প্রকল্পে প্রায় ৪ কোটি ২৫ লাখ টাকা ব্যয় হবে। রাস্তাগুলো পাকাকরণ কাজ সমাপ্ত হলে খারুয়া বীর বেতাগৈর ও চর বেতাগৈর ইউনিয়নের ১০ টি গ্রামের অন্তত ২০ হাজার মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজতর হবে।