রামদা হাতে যুবলীগ নেতার মিছিল

0
244

রাঙ্গাবালী(পটুয়াখালী)প্রতিনিধি: বিএনপি-জামায়াতের হরতাল বিরোধী কর্মসূচিতে রামদা (দেশি অস্ত্র) হাতে নিয়ে মিছিলে করেছেন যুবলীগের এক নেতা। সেই মিছিলে থাকা ছাত্রলীগের সাবেক এক নেতা এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন। ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবি ইউনিয়নে।

জানা গেছে, রামদা হাতে মিছিল করা ওই যুবলীগ নেতার নাম কাওসার ফরাজী। তিনি মৌডুবি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। রামদা হাতে নিয়ে তার মিছিল করার ৬ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ফেসবুকে পোস্ট করেন ওই ইউনিয়নেরই ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমানে যুবলীগ কর্মী আরিফ রহমান। তিনি ক্যাপশনে লিখেন ‘ছোট একটি সতর্কবার্তা।’

ভিডিওতে দেখা যায়, বিএনপি-জামায়াতের হরতাল বিরোধী কর্মসূচির অংশ হিসেবে মৌডুবি বাজারে একটি মিছিল হয়। মিছিলের সামনেই নেতৃত্ব দিচ্ছিলেন কাওসার ফরাজী ও আরিফ রহমান। এ সময় রামদা উঁচিয়ে মিছিল করতে দেখা যায় যুবলীগ নেতা কাওসারকে।

তবে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে ফেসবুক থেকে ভিডিওটি সরিয়ে ফেলা হয়।

এ প্রসঙ্গে জানতে চাইলে রামদা হাতে মিছিল করার বিষয়টি স্বীকার করে কাওসার ফরাজী বলেন, ‘ওরা (বিএনপি-জামায়াত) সবকিছু করে। আমরা যদি এটুকুও না করি, তাহলে আর কি করমু আমরা? আমরা দলের জন্য করছি।’

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম মজুমদার বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়ে দেখা হবে।