বাংলামোটরে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ

0
171

রাজধানীর বাংলামোটরে যাত্রীবাহী একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যা ৬টা ২২ মিনিটের এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন জানান, বাংলামোটর মোড়ে বাংলামোটর থেকে শাহবাগগামী সড়কে পুলিশ বক্সের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সন্ধ্যা ৬টা ২২ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।