শালিখায় জাতীয় সংবিধান দিবস ও ৫২তম জাতীয় সমবায় দিবস উদযাপন

0
143

কামরুজ্জামান অন্তর, শালিখা, মাগুরাঃ মাগুরার শালিখা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সংবিধান দিবস ও ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে৷দিবস ২টি পালন উপলক্ষে শনিবার সকাল ৯টায় এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্তর থেকে শুরু হয়ে উপজেলা সদর আড়পাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে উপজেলা চত্তরে জাতীয় পতাকা ও জাতীয় সংবিধান পতাকা উত্তোলন করা হয়৷এবং উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ আলোচনা সভায় সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী অফিসার জনাব হরেকৃষ্ণ অধিকারী৷

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব ড. শ্রী বীরেন শিকদার৷বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব এ্যাড. মোঃ কামাল হোসেন৷

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তিথি মিত্র,ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মুন্সী আবু হানিফ,সহ উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ।