রাণীশংকৈলে জাতীয় সমবায় দিবস পালিত

0
68

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শনিবার ৪ নভেম্বর ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়। এ উপলক্ষে এদিন সকালে সমবায় অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র ্যালি বের করা হয়। পরে উপজেলা হলরুমে ইউএনও শাহরিয়ার রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

বিশেষ অতিথি ছিলেন সাবেক সমবায় অফিসার মোবারক আলী, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান ও ইউপি চেয়ারম্যান আবুল হোসেন। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক নেতা, কর্মকর্তা,সমবায়ী সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উপজেলা সমবায় অফিসারের
পক্ষে স্বাগত বক্তব্য দেন- জেলা সমবায় অফিসার মো: সোলায়মান।

অন্যদের মধ্যে বক্তব্য দেন- সমবায়ী নেতা নজরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম প্রমুখ। মো: সোলায়মান তার বক্তব্যে উপজেলার সমবায় সমিতি ও কর্মসূচির তথ্যাদি তুলে ধরেন। সাবেক সমবায় অফিসার তার বক্তব্যে রাণীশংকৈল উপজেলা সমবায় অফিসারের দীর্ঘদিন ধরে শূন্যপদে পদায়নের উপর গুরুত্ব দেন এবং এ বিষয়ে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে সমবায় কর্মকান্ডে সরকারি সুযোগ সুবিধা সঠিকভাবে কাজে লাগিয়ে নিজেদের এবং দেশের উন্নয়নে আরো তৎপর ভূমিকা রাখার জন্য সমবায়ী সদস্যদের প্রতি আহবান জানান। এইসাথে তিনি আগামি জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে দেশকে আরো এগিয়ে নেয়ার আহবান জানান। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন সহ-সমবায় অফিসার রবীন্দ্রনাথ সরকার ও মনা মন্ডল। সঞ্চালনা করেন উপসহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম।