নান্দাইলে জাতীয় সমবায় দিবস পালিত

0
196

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ “সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৪ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় উপজেলা হলরোমে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। পরে সমবায় বিভাগ নান্দাইল উপজেলা শাখার পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে অতিথিবৃন্দের অংশগ্রহণে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে ও ফজলুল হক ভূইয়ার সঞ্চালনায় শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নান্দাইল পৌর সভার মেয়র রফিক উদ্দিন ভূইঁয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু, বীরমুক্তিযোদ্ধা মাজহারুল হক ফকির, সমবায় অফিসার আবু মুহাম্মদ জাকারিয়া, নান্দাইল প্রেসকাবের সভাপতি সাবেক বিআরডিবি চেয়ারম্যান এনামুল হক বাবুল, সাবেক বিআরডিবির চেয়ারম্যান এএইচএম ইয়াহিয়া সুমন প্রমুখ নেতৃবৃন্দ। এসময় আলোচনা সভায় বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিবৃন্দ যোগদান করেন। এরপূর্বে আনুষ্ঠানিকভাবে অতিথিদের সাথে নিয়ে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু।