বঙ্গবন্ধু টানেলে বাস-প্রাইভেট কার সংঘর্ষ

0
189

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে বাসের ধাক্কায় একটি প্রাইভেট কার দুমড়ে-মুচড়ে গেছে। আহত হয়েছেন চার জন। শুক্রবার (৩ নভেম্বর) দিনগত রাত ৮টা ৪০ মিনিটের দিকে টানেলের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে গাড়ি চলাচলের সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৬০ কিলোমিটার। কিন্তু, নির্ধারিত গতিসীমা না মেনে বেপরোয়া গতিতে গাড়ি চলাচলের কারণে এ দুর্ঘটনা ঘটছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর পতেঙ্গা প্রান্ত থেকে একটি প্রাইভেট কার আনোয়ারা প্রান্তে যাচ্ছিল। ওই সময় বেপরোয়া গতিতে আসা একটি বাস ওভারটেক করতে গিয়ে প্রাইভেট কারটির পেছনে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারের পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

এ বিষয়ে কর্ণফুলী টানেলে দায়িত্বরত সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) তানভীর রিফা বলেন, ‘টানেলের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে কোনো ব্যক্তি হতাহত ও টানেলের অংশ ক্ষতি হয়নি। বাসের চালক পলাতক। এ ছাড়া গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নির্দিষ্ট গতিসীমা না মেনে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে।’