পাপিয়ার জামিন স্থগিত চেয়ে দুদকের আবেদন

0
103

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর ওরফে পাপিয়ার জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে দুদক। আজ বৃহস্পতিবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয় বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

দুদকের আইনজীবী বলেন, ১৯ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। মামলার শেষ পর্যায়ে এসে জামিন দেওয়া ঠিক হয়নি বলে মনে করে দুদক। এ জন্য জামিন স্থগিত চাওয়া হয়েছে। আশা করি আগামী রোববার বিষয়টি শুনানির জন্য থাকবে।

এর আগে পাপিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার শুনানি শেষে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চ ছয় মাসের জামিন দিয়ে রুল জারি করেন।

নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক পাপিয়া ও তাঁর স্বামী মফিজুর রহমান ওরফে সুমনকে ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি গ্রেপ্তার করে র‍্যাব। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান থেকে নামিয়ে এনে তাঁদের গ্রেপ্তার করা হয়।