প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করতে সুপ্রিম কোর্টে সিইসি

0
120

তফসিলের আগে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাত করতে সুপ্রিম কোর্টে গেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তার সঙ্গে আছেন চার নির্বাচন কমিশনার।

বুধবার বিকাল পৌনে ৩টার দিকে প্রধান বিচারপতির খাস কামরায় ঢোকেন তারা। এ সময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সামনের গেট থেকে তাদের এগিয়ে নেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রাব্বানী।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণ গণনা শুরু হয়েছে বুধবার (১ নভেম্বর) থেকে। এই দিনেই প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে বৈঠক করছে নির্বাচন কমিশন।

এর আগে গত ৩১ অক্টোবর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান জানান, বুধবার প্রধান বিচারপতির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনাররা সৌজন্য সাক্ষাৎ করবেন।

তিনি জানান, প্রধান বিচারপতির শপথ গ্রহণের পর বিভিন্ন দফতর, সংস্থার প্রধান ও কর্মকর্তারা এভাবে সৌজন্য সাক্ষাৎ করছেন। ভবিষ্যতেও করবেন মর্মে শিডিউল রয়েছে।