১০ দিনে ঢাকায় এক হাজার ৮৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

0
154

গত ২৮ অক্টোবর বিএনপি ও জামায়াতের মহাসমাবেশকে কেন্দ্র করে সহিংসতা ও নাশকতার অভিযোগে ১০ দিনে ১ হাজার ৮৮৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সবশেষ মঙ্গলবার রাজধানীর বিভিন্ন স্থান থেকে ১৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে জানানো হয়, ২১ অক্টোবর ৩১ জন, ২২ অক্টোবর ৪২ জন, ২৩ অক্টোবর ৪২ জন, ২৪ অক্টোবর ৮৫ জন, ২৫ অক্টোবর ১১১ জন, ২৬ অক্টোবর ২০২ জন, ২৭ অক্টোবর ৩৪০ জন, ২৮ অক্টোবর ৬৯৬ জন, ২৯ অক্টোবর ২৫৬ জন এবং সর্বশেষ গতকাল সোমবার ১৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২৮ অক্টোবরের পর গতকাল সোমবার পর্যন্ত মামলা হয়েছিল ৩৬টি। মঙ্গলবার মতিঝিল, রমনা ও বংশালে আরও তিনটি মামলা হয়েছে। এই তিনটি নিয়ে মামলার সংখ্যা দাঁড়ালো ৩৯।

এদিকে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, গত ৪ দিনে সারা দেশে পুলিশ ও আওয়ামী লীগের হামলায় বিএনপির ৭ নেতাকর্মীর মৃত্যু হয়েছে। একইসঙ্গে গত ৬ দিনে রাজধানীসহ সারা দেশে ৪ হাজারের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।