হজ্ব সফল হওয়ায় এবার ওমরা নিয়ে যা ভাবছে সৌদি সরকার

0
94

গাজী আল মামুনঃ করোনা ভাইরাসের এই পরিস্থিতিতে সফলভাবে হজ সম্পন্ন হওয়ার পর সৌদি আরব ওমরা পালনের বিষয়টি মূল্যায়ন করছে।

সৌদির হজ ও উমরা বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আল-শরিফ জানিয়েছে হজের পুরো প্রক্রিয়া থেকে শিক্ষা নিয়ে ওমরাহ’র জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে। খবর আল-আরাবিয়া

স্থানীয় সংবাদমাধ্যমকে গত সোমবার তিনি বলেন , করোনা মহামারীর মধ্যে এ বছর স্বাস্থ্যবিধি মেনে যেভাবে কড়া নিরাপত্তার মধ্যে হজ আয়োজন করা হয়েছে , তার পুরো প্রক্রিয়াটি থেকে শিক্ষা নিয়ে মন্ত্রণালয় পরবর্তী ওমরাহ প্রস্তুতি নেবে। এছাড়া তিনি জানিয়েছেন পবিত্র হজ চলাকালীন কোন ব্যক্তি করোনা পজিটিভ হননি।

আরব নিউজ ও আল-জাজিরা জানিয়েছে , কাবা ঘর ও আশে-পার্শ্বের স্থানগুলোকে পবিত্র হজ উপলক্ষে এবার প্রতিদিন কমপক্ষে ১০ বারেরও বেশি জীবাণুমুক্ত করা হয়েছে। এবং এসব কাজে নিয়োজিত ছিল ১৮ হাজারেরও বেশি কর্মী।

এদিকে পবিত্র হজের জন্য নির্দিষ্ট অন্য শহরগুলোর পরিচ্ছন্নতার জন্য নিযুক্ত ছিল ১৩ হাজার কর্মী। অন্যদিকে জমজমের পানি বোতলে করে সরবরাহ করা হয়েছে হাজীদের। তবে এবার করোনা পরিস্থিতির কারণে ছোঁয়া যায়নি কাবাঘর এবং চুমু খাওয়া যায়নি কালো পাথরে।