প্লান্ট গার্ড কোম্পানির সাথে জান্নাত এগ্রো কোম্পানি পণ্য বাজারজাত করনে চুক্তি

0
410

রাজশাহী ব্যুরোঃ প্লান্ট গার্ড কোম্পানি সাথে জান্নাত এগ্রো কোম্পানি পণ্য বাজারজাত করনে চুক্তি। পিজি- ট্রাইকোডার্মা এসপেরেলাম পণ্য টি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের গবেষণালব্ধ এবং প্রত্যক্ষ তত্ববধানে উৎপাদিত। প্লান্ট গার্ড কোম্পানির এমডি নুয়াইমান ফাহিম এর সাথে জান্নাত এগ্রো কোম্পানি এমডি কৃষিবিদ মাহফুজ সোবহান আদিল স্যারে পণ্য বাজারজাত করনে চুক্তি করেন।

এ সময়ে উপস্থিত ছিলেন এ সময় উপস্থিত ছিলেন জান্নাত এগ্রো কোম্পানী রাজশাহীর-২ মার্কেটিং এক্সিকিউটিভ মোঃ রিপন আলী। পিজি ট্রাইকোডার্মা ১.৫% ডব্লিউপি এসপেরেলাম পরিবেশ বান্ধব জৈব ছত্রাক নাশক ও বায়ো ফার্টিলাইজার মাটি শোধন, বীজ শোধনসহ যে কোনো ফসলের মূল পচা রোগ, কাণ্ড পচা রোগ, উডার রোগ, পাতার দাগ রোগ, ভেজা পচা রোগ, রাইজোম পচা, ব্লাইট রোগ, প্রতিরোধ ও দমন করে।

এখন থেকে পিজি ট্রাইকোডার্মা ১.৫% ডব্লিউপি এসপেরেলাম পণ্যটি বাজারজাত করবেন জান্নাত এগ্রো কোম্পানি।