ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে এই দেশটাকে স্বাধীন করেছেন বঙ্গবন্ধু: বস্ত্র ও পাট মন্ত্রী

0
219

লিখন রাজ,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন,বঙ্গবন্ধু এই দেশটাকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে স্বাধীন করেছেন।আর তারই কন্যা সেটা বলবৎ রেখেছেন।এসময় তিনি আরো বলেন ৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যার পরে এ দেশে হিন্দু সম্প্রদাযের মানুষ ঠিক মতো ধর্ম পালন করতে পারেনি।

বঙ্গবন্ধুর কন্যা ক্ষমতায় আসার পরে সব ধর্মের মানুষ এখন নির্বিঘ্নে ধর্ম পালন করতে পারে। সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।

পূজা মন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল আজিজ,নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আনছর আলী,রূপগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন ভূঁইয়া, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য সীমা রানী পাল,রূপগঞ্জ রূপগঞ্জ উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাছুম চৌধরী অপু,নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান ভূঁইয়া,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমন হাসান খোকন,রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মহন মিয়া,রূপগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জিলানী ভান্ডারী, স্বেচ্ছাসেবক লীগ নেতা ফারুক মিয়া, জয়নাল মিয়া সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।