২০২৪ সালে সরকারি ছুটি ২২ দিন

0
146

২০২৪ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। এ বছরে মোট ২২ দিন ছুটি ভোগ করবেন সরকারি চাকরিজীবীরা। এর মধ্যে শুক্র-শনিবার পড়েছে দুই দিন।

সোমবার (২৩ অক্টোবর) সকালে মন্ত্রিপরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় গণভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদসচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় পর্বসহ বিভিন্ন উপলক্ষে সব মিলিয়ে আগামী বছর মোট ২২ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে আবার দুদিন পড়েছে শুক্রবার।’

তিনি বলেন, ‘এ ছাড়া ধর্মীয় কারণে বিভিন্ন সম্প্রদায় ঐচ্ছিক ছুটি নিতে পারবে। সেটি আমাদের আছে।’ চলতি বছর ২০২৩ সালেও ২২ দিন সরকারি ছুটির তালিকা রয়েছে। এর মধ্যে শুক্র-শনিবার আট দিন।