সাকিব ফিরছেন দক্ষিণ আফ্রিকা ম্যাচে

0
103
ফাইল ছবি

বিশ্বকাপে প্রথম তিন ম্যাচ খেলার পর উরুর চোটে মাঠের চলে যান সাকিব আল হাসান। উরুর ইনজুরিতে খেলা হয়নি ভারতের সঙ্গে সর্বশেষ ম্যাচ। রবিবার ওয়াংখেলেতে অনুশীলন করেন তিনি। আগামীকাল দক্ষিণ আফ্রিকার সঙ্গে ম্যাচ ফিরছেন বাংলাদেশ অধিনায়ক।

সন্ধ্যায় মুম্বাইয়ে এক সংবাদ সম্মেলনে শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে সাকিব জানান, ‘একটু তো আনকমফোরটেবল লাগছিলই। ওই হানড্রেড পারসেন্ট…ভালো অবস্থানে আমি ছিলাম। প্লাস এটা একটু গুরুত্বপূর্ণ ছিল যে আমি ওই ম্যাচটা খেলতে গিয়ে বাকি পাঁচটা ম্যাচ মিস করি বা এক দুই ম্যাচ মিস করি…সেই রিক্স নিয়ে, তাসকিনের ক্ষেত্রে যেটা…ওরকম করলে ভালো হয় কিনা। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখন পর্যন্ত খুব ভালো অবস্থায় আছি, কোনো পেইন নেই। কোনো খারাপ কিছু অনুভব করছি না। শারীরিকভাবেও ভালো মনে হচ্ছে। এখন কেবল একটু টেস্ট করে দেখা নিজেকে।’

তাসকিনের ইনজুরি প্রসঙ্গে তিনি জানান, ‘তাসকিন কালকের ম্যাচ খেলতে পারছেন না। এই ম্যাচের পর থেকে সে খেলতে পারবে। তার কাঁধে সমস্যা রয়েছে। শেষ দুই ম্যাচে ভুগছে তাসকিন। ডাক্তার ও ফিজিও সিদ্ধান্ত নিয়েছে তাকে দুই ম্যাচের বিশ্রাম দিতে। আশা করছি পরের চার ম্যাচে তাকে পাওয়া যাবে। যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় সে। তাকে আমরা সহজেই টুর্নামেন্টের মাঝপথে হারাতে চাই না। আর আমাদের হাতে তার রিপ্লেসমেন্টও কেউ নেই। তাই তাকে বিশ্রাম দেওয়াটা ভালো হয়েছে। আশা করছি চারটি ম্যাচ খেলতে পারবে।’

চার ম্যাচের মাত্র একটিতে জয়। বাকি আছে বাংলাদেশের আরো পাচ ম্যাচ। এই ম্যাচে ভালো করে সেমিফাইনাল খেলা সম্ভব কিনা এমন প্রশ্নে সাকিবের কথা, ‘পাচটা ম্যাচ খেলে নেই। তারপর বলতে পারবো।’