খুলনায় ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্তকরণ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

0
95

মেহেদী হাসান, খুলনা প্রতিনিধিঃ খুলনায় ‘ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্তকরণ’ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) সকালে খুলনা গল্লামারী মৎস্য বীজ উৎপাদন খামারের প্রশিক্ষণকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা স্বাস্থ্য দপ্তরের বিভাগীয় পরিচালক ডাঃ মোঃ মনজুরুল মুরশিদ।

ইউনিসেফের সহযোগিতায় খুলনা জেলা তথ্য অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় পরিচালক বলেন, সারা দেশে ডেঙ্গুর প্রকোপ দিন দিন বেড়েই চলছে। এর প্রতিরোধে সচেতনতার কোন বিকল্প নেই। ডেঙ্গু মশা নির্মূল করতে হলে এর উৎপত্তিস্থল ধ্বংস করতে হবে। বাড়ির আঙ্গিনা, অফিস চত্ত্বর, ফুলের টব ও সকল স্কুল-কলেজের আশপাশ পরিস্কার করলে ডেঙ্গু থেকে রক্ষা পাওয়া যাবে।

এছাড়া দিনে এবং রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমাতে হবে। ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার, পরিত্যক্ত পাত্র, ফ্রিজের তলাসহ অন্যান্য জায়গায় প্রতি তিন দিনে একবার অবশ্যই পরিস্কার করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি সকলকে একসাথে কাজ করে যেতে হবে। এই অনুষ্ঠানের উদ্দেশ্যে হলো ডেঙ্গু প্রতিরোধ ও মোকাবেলায় জনগণকে সচেতন করা এবং নিয়মিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে মশার আবাসস্থল নির্মূল করা।

খুলনা জেলা তথ্য অফিসের পরিচালক গাজী জাকির হোসেনের সভাপতিত্বে অবহিতকরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিসেফের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এএসএম নাজমুল আহসান। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ইউনিসেফের ফিল্ড অফিসার সুফিয়া আক্তার। অনুষ্ঠানে খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোঃ মেহেদী হাসান, বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সহকারী পরিচালক মোঃ আতিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, ধর্মীয় নেতা, শিক্ষক-শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।