করোনা ভাইরাস সংক্রমণ বিস্তার রোধে রাস্তায় নীলফামারী থানা পুলিশের চেকপোস্ট

0
157

মোঃ ফরহাদ হোসাইন, নীলফামারী জেলা প্রতিনিধি: করোনা ভাইরাস সংক্রমণ বিস্তার রোধে রাস্তায় নীলফামারী থানা পুলিশ। পথচারী কিংবা যেকোন বাহনের যাত্রীদের মুখে শতভাগ মাস্ক ব্যাবহারে নিশ্চতকল্পে তাদের দৃঢ় প্রতিজ্ঞ।নীলফামারী জেলা পুলিশ সবসময় এগিয়ে। তাইতো আজ মঙ্গলবার (৪ আগষ্ট) শ্রাবণের এই দুপুর বেলায় প্রচন্ড রোদ ও গরম উপেক্ষা করে গাছবাড়ী মোড়ে সদর ট্রাফিক, নীলফামারীর পক্ষ থেকে চেকপোস্ট বসানো হয়।

এতে যে সকল পথচারী, যাত্রী, সকল প্রকার চালক ও হেলপার (যেমন-বাস, ট্রাক, কভারভ্যান, পিকআপ, প্রাইভেট কার, মাইক্রোবাস ইত্যাদি) যারা মাস্ক ব্যাবহারে অনীহা বা অসতর্ক, কিংবা ব্যাবহার করেননি তাদেরকে মাস্ক ব্যাবহারে বাধ্য করা হয়।

থানা পুলিশ জানান, যাদের মাস্ক নাই তাদেরকে মাস্ক কিনতে উদ্বুদ্ধ করা হয়। যাদের মাস্ক কেনার টাকা নেই তাদেরকে সদর ট্রাফিক, নীলফামারীর পক্ষ থেকে কাপড়ের মাস্ক বিনামূল্যে বিতরণ করা হয় ও পড়িয়ে দেওয়া হয়।
এসময় বাসগুলোর ভিতরে যাত্রীগুলো স্বাস্থ্যবীধি মেনে সীটে বসেছেন কি-না তা চেক করা হয়। রিক্সা, রিক্সা ভ্যান চালক যারা সীটের একপাশে পা রেখে চালান তাদেরকে আটক করা হয়।
মোটর সাইকেল চালক ও তিনজন আরোহন করেছেন তাদের বিরুদ্ধে মামলা করেন সদর ট্রাফিক পুলিশ, নীলফামারী।