নাগরপুরে “মুজিব একটি জাতির রূপকার ” সিনেমা দেখলেন এমপি টিটু

0
116

টাংগাইল প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে “মুজিব একটি জাতির রূপকার” সিনেমা দেখলেন টাঙ্গাইল ৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি। শনিবার উপজেলায় কর্মরত সরকারি প্রাইমারী স্কুলের প্রায় ২২০ জন শিক্ষক ও পরিবারের সদস্য সাথে নিয়ে রাজিয়া সিনেমা হলে” মুজিব একটি জাতির রূপকার” সিনেমা দেখেছেন স্থানীয় সংসদ সদস্য টিটু।

এ সময় এমপি টিটু বলেন, মুজিব সিনেমাটি আমাদের সরকার ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে। আমি মনে করি বঙ্গবন্ধুর আজীবন সংগ্রামের প্রতিচ্ছবি এই সিনেমাতে তুলে ধরা হয়েছে। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য একটাই সকলকে মুজিব চেতনায় উদ্বুদ্ধ করা। এছাড়া তিনি সকলকে “মুজিব একটি জাতির রূপকার”সিনেমাটি দেখার আহ্বান জানান।

উল্লেখ্য,বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় শ্যাম বেনেগাল পরিচালিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’। চলচ্চিত্রটিতে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ।